সিংগাইরে ইউএনওর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সঠিক নয় : এডিসি মনিরুজ্জামান
নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ইউএনও রুনা লায়লার বিরুদ্ধে মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে অসহায়দের জন্য বরাদ্দকৃত জরুরী খাদ্য পচে যাওয়া নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে দাবি করেছেন এডিসি (জেনারেল) মোঃ মনিরুজ্জামান।
রোববার (১৩ জুন) দুপুরে সরেজমিনে তদন্তে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আবহাওয়ার কারণে কিছু খাবার পচে গিয়েছে এবং সেগুলো রিকভার করা হয়েছে। গ্যারেজে খাবার রাখা হয়েছিল, অসহায়দের দ্রুত খাবার পৌঁছানোর জন্য। আর এ খাবার, যে পাবার যোগ্য তা কমিটির মাধ্যমে ভেরিফাই করে তাকেই দিতে হবে। যাকে-তাকেই এ খাবার দেয়ার নিয়ম নেই। ৯০ প্যাকেট খাবার নষ্ট হয়ে গেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ইউএনও রুনা লায়লার বিরুদ্ধে শোকজের সংবাদটিও সত্য নয় বলে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।
শোকজের ব্যাপারে ইউএনও রুনা লায়লার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এটা সম্পূর্ণ মিথ্যা, আমাকে কোন শোকজ করা হয়নি। আপনারা ডিসি স্যারের সাথে আলোচনা করে দেখতে পারেন।