সিংগাইরে ইউএনও’র নির্দেশে ব্যবসায়ীকে লাঠিপেটা করায় সেই পুলিশ সদস্য প্রত্যাহার


 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ইউএনওর নির্দেশে ব্যবসায়ীকে লাঠিপেটা করায় সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামিমের নির্দেশে শনিবার তাকে প্রত্যাহার করা হয় বলে সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেলের রেজাউল হক বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজারে ইউএনও রুনা লায়লা ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জয়মন্টপ এলাকার গৌরচন্দ্র দাসের পুত্র তপন দাস ইউএনও মহোদয়কে আপা বলায় তিনি ঐ পুলিশ সদস্যকে লাঠিপেটার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা সংবাদ মাধ্যমকে বলেন, আপা বলার জন্য নয়, দোকান খোলা রাখার জন্য ব্যবসায়ীকে মারধর ও জরিমানা করা হয়েছে।

এদিকে, যে ইউএনওর কারণে ঐ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো, সেই ইউএনওর ব্যাপারে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিল, তা নিয়ে জনমনে কৌতুহল বিরাজ করছে। এ সংবাদ লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায়,নির্বাক বিভিন্ন মহল। চাঞ্চল্যকর এ ঘটনায় ইউএনওর বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।


শিরোনাম