সিংগাইরে ইউএনও’কে জড়িয়ে কাল্পনিক সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যানদের তীব্র নিন্দা ও ক্ষোভ

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ইউএনও রুনা লায়লাকে জড়িয়ে সংবাদ প্রকাশকে অসত্য, কাল্পনিক বলে আখ্যায়িত করেছেন উপজেলার সকল ইউপি চেয়ারম্যান। তারা এ অসত্য, কাল্পনিক সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তারা বলেছেন, ইউএনও মহোদয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। অথচ আজ অবধি কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি। যেসব খাদ্য সামগ্রী জরুরী ত্রাণ সহায়তার জন্য মজুত রাখা হয়েছিল, সেসব ত্রাণ সামগ্রীর মধ্যে কিছু আলু পচে গিয়েছিল, এ কথা ঠিক। কিন্তু যেভাবে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা অতিরঞ্জিত ও প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। আমরা এহেন মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশকে দৃষ্টি কটু হিসেবে দেখছি। সেই সাথে এ সংবাদ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

শিরোনাম