স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে সেই আলোচিত ইউএনও রুনা লায়লাকে বদলি করা হয়েছে। তার বদলিতে সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে এসেছে। সমস্ত জল্পনা-কল্পনার অবসান হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন দীপক দেবনাথ।
জানা গেছে, জরুরী ভিত্তিতে খাদ্য সরবরাহের আলু পচে যাওয়ায় সাংবাদিকরা ফলাও করে সংবাদ প্রকাশ করায় তিনি তোপের মুখে পড়েন। আলু পচার ঘটনা থেকে রেহাই পেতে না পেতেই আবারো তিনি অঘটন ঘটান। করোনা পরিস্থিতিতে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজারে ইউএনও রুনা লায়লাকে স্যার না বলে আপা বলায় তিনি ক্ষুব্ধ হয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে লাঠিপেটা করার নির্দেশ দেন। তার নির্দেশে এক কনস্টেবল তাকে লাঠিপেটা করে। আবারো সংবাদের শিরোনাম হন রুনা লায়লা। মিডিয়াতে শুরু হয় ব্যাপক তোলপাড়। লাঠিপেটা করা সেই কনস্টেবলকে তৎকালীন পুলিশ সুপার রিফাত রহমান শামীম ঘটনার সত্যতা পেয়ে তাকে প্রত্যাহার করে নেন।
তার বদলি নিয়ে সিংগাইর প্রেসক্লাবের সভাপতি কোহিনূর ইসলাম রাব্বি জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আমরা সাংবাদিক সমাজ লেখালেখি করেছি, সে লেখা কখনো তার পক্ষে গেছে, আবার কখনো বিপক্ষে গেছে। সিংগাইরের ইতিহাসে এমনটি আর দেখা যায় না। তবে যাই হোক আমরা তার মঙ্গল কামনা করছি।