সিংগাইরে আ’লীগ নেতা দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন আ’লীগের সহসভাপতি দেলোয়ার সিকদার (৫০) এর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে ঐ ইউনিয়নের বৈরাগীর টেক গ্রামের জনৈক নারী টিউবয়েলের পারে কাজ করছিল।এ সময় বাড়ি ফাঁকা পেয়ে শায়েস্তা ইউনিয়ন আ’লীগের সহসভাপতি ও এলাকার মেরেজ সিকদারের ছেলে দেলোয়ার সিকদার ঐ নারীকে পিছন থেকে জড়িয়ে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।পরে দস্তাদস্তির এক পর্যায়ে ঐ নারী দরজা বন্ধ করে ইজ্জত রক্ষা করে। দস্তাদস্তির সময় ঐ নারীর নাকফুল ছিঁড়ে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাটি একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। ভিকটিম জানায়, এ ব্যাপারে থানায় অভিযোগ নেয়নি। পুলিশ জানায়, এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব। ছবি-রিসাইজ