স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে আ’লীগ নেতারো খাসজমি বিক্রি করে হাতিয়ে নিয়েছে মোটা অংকের অর্থ। আর এসব জমি অবশেষে উপজেলার চান্দহর ইউনিয়নের চর কালিগঙ্গা (আটিপাড়া) মৌজায় ১০ একর ৮২ শতাংশ খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ এপ্রিল) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্ণব দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ৪-৫ বছর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, খোরশেদ খালাশী, লাল মিয়াসহ প্রভাবশালী একটি চক্র ওই খাস জমি বালু দিয়ে ভরাট করে প্লট আকারে বিক্রি করেন। স্থানীয় ভূমি অফিসের যোগসাজশে এসব সরকারি জমি তারা বিক্রি করেন বলে অভিযোগ উঠেছে। নাম মাত্র স্ট্যাম্পে লিখে দিয়ে দখল বুঝিয়ে দেয় ওই চক্রটি। সরল বিশ্বাসে টাকা দিয়ে নিরীহ লোকজন দখল বুঝে পেয়ে গড়ে তুলে বসতবাড়ি। আর এ বসতবাড়ি ভেঙ্গে দেয়ায় অসহায় মানুষগুলোর করুন দশা। একতো হারিয়েছে অর্থ অপরদিকে তারা বাড়ি হারিয়ে নি:স্ব।
ইউএনও দিপন দেবনাথ সাংবাদিকদের জানান,নিয়মতান্ত্রিকভাবে এসব জমি দখলমুক্ত করা হয়েছে। কোন অনিয়মের প্রশ্রয় এখানে দেয়া হয়নি।