সিংগাইরে আ’লীগের সম্মেলনে মমতাজ সভাপতি, সাধারণ সম্পাদক ভিপি শহীদ
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের সম্মেলনে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে সভাপতি ও ভিপি শহিদুর রহমান শহীদকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। শনিবার(৩০জুলাই)সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানের সঞ্চলনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী এবং আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অবঃ কর্ণেল ফারুক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী। অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন। বক্তব্য রাখেন,জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিপি,সাবেক ক্রিকেট তারকা নাঈমুর রহমান দুর্জয় এমপি,সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান এড.আব্দুল মজিদ ফটো,সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান,মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী,সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার,জেলা আ’লীগ নেতা বদরুল আলম বাবলু,সুলতানুল আজম আপেল,কাজী এনায়েতুর রহমান টিপু,সায়েদুর রহমান টিপু,সুদেব সাহা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী যুব মহিলালীগের আহবায়ক এড.রোমেজা আক্তার(মহিন) যুগ্ন আহবায়ক সালেহা জাহান প্রমুখ।