সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে বলধারা ইউনিয়নের উত্তর গোলাইডাঙ্গা (মগড়া) এলাকার জবেদালীর পুত্র আবুল হোসেন (২০) সোমবার (০৫ এপ্রিল) রাত ৯ টার দিকে নিজ বাড়ির আমগাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৯টার দিকে আমার ছোট ভাই আবুলকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন দক্ষিণ পাশের আম গাছের নিচে পায়ের জুতা দেখতে পেয়ে ওপরে দিকে তাকালে গাছের সাথে ফাঁস নিয়ে ঝুঁলতে দেখি। আমার ডাকচিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে রশি খুলে ঝুঁলন্ত লাশ নিচে নামাই। থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্নহত্যার কারণ জানতে পারিনি।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।