সিংগাইরে আঠালিয়ার সাকিলের কপালে ঈদ আনন্দ সইল না

কোহিনূর ইসলাম রাব্বি ও সোহেল বাবুঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের কাশির পুত্র সাকিলের কপালে ঈদ আনন্দ সইল না।ঘুরতে গিয়ে মাটি হয়ে গেল ঈদ আনন্দ।পরিবারে ঈদ আনন্দের পরিবর্তে বইছে কান্নার অবিরাম আহাজারি।

জানা গেছে,শুক্রবার(১১ এপ্রিল)পবিত্র ঈদুল ফিতরের দিন বেলা ২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের জায়গীর গ্রামের আবেদ মুন্সীর বাড়ির সামনে কাটা সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় আঠালিয়া গ্রামের কাশির পুত্র সাকিল(২৩)।এ ঘটনায় আহত হয়েছে একাধিক ব্যক্তি। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ লাশটি উদ্ধার করেছে।

শিরোনাম