সিংগাইরে আঠালিয়ায় কবরস্থান কমিটির পদ না পেয়ে গাছ উত্তোলনের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে আঠালিয়া কবরস্থান কমিটির পদ না পেয়ে পদ বঞ্চিতরা কবরস্থান ও ঈদগাহ মাঠের গাছ কর্তন ও উপরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উত্তেজনাপূর্ণ এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা ঠুঁকে দিয়েছে কবরস্থান ও ঈদগাহ মাঠ কমিটি।

মামলার এজাহারে প্রকাশ, কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে ঐ গ্রামের মৃত চামু খানের পুত্র আনোয়ার হোসেন(৫৫),মৃত হাফেজ খানের পুত্র শহীদুল ইসলাম খান(৪৮),মনিরুদ্দিন মন্ডল(৬০),ইফনুস মন্ডল(৫৫) ও শহিদুল ইসলাম মন্ডল(৬২) ১৮ জুলাই বিকেলে সশস্ত্র অবস্থায় ২২০ টি মেহগনি গাছের একটি অংশ কেটে ও আরেকটি অংশ উপরে ফেলে হাওয়া করে দেয়। গ্রামে জানাজানি হলে ধর্মপ্রাণ মুসুল্লীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসামীরা অপরাধ প্রকৃতির লোক। মামলার বাদীপক্ষ জানায়,বিজ্ঞ আদালত মামলাটির তদন্তভার ন্যস্ত করেছেন মানিকগঞ্জ পিবিআইতে। ছবি-প্রতিকী

শিরোনাম