সিংগাইরে আটিপাড়ায় আগুনে অসহায় পরিবারের সব পুড়ে ছাই

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আটিপাড়ায় আগুনে অসহায় পরিবারের সব পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে,রবিবার(১৩ এপ্রিল)রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের আফসার ও ছলিম উদ্দিনের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।এ সময় আগুনে ৩টি গরু, নগদ টাকা, স্বর্নালংকার, ২টি ঘরসহ সব কিছু পুড়ে যায়।যার ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর ও প্রতিবেশী লিটন জানান,নিঃস্ব পরিবারের সদস্যরা সহযোগিতা পাবে।আমরা পাশে আছি।সবাইকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

এদিকে সিংগাইর উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শিরোনাম