সিংগাইরে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
রোববার, ২৯ আগস্ট রাতে মানিকগঞ্জ টু সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বকচর বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশ থেকে লোকজন হাত-পা বাঁধা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে। কে বা কারা হাত-পা বাঁধা অবস্থায় এই ব্যক্তিকে ফেলে রেখে যায়।

স্থানীয় লোকজন লোকটিকে উদ্ধার করে দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লোকটি ভালোভাবে কথা বলতে পারছে না। শুধুই বুলি আওড়াচ্ছে তার নাম পিন্টু, আর বাড়ি বলছে নয়াকান্দি। এ সংবাদ লেখা পর্যন্ত তিনি সিংগাইর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

যদি কেউ চিনতে পারেন, তাহলে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বিনীত অনুরোধ করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

শিরোনাম