সিংগাইরে আজিমপুরের গৃহিনী রেহেনা নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে আজিমপুরের গৃহিনী রেহেনা নিখোঁজ। সোমবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার দিকে রেহেনা নামের ঐ গৃহীনি হঠাৎ হারিয়ে যায়। যদি কোন ব্যক্তি মহিলাটিকে দেখে থাকেন বা সন্ধান জেনে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল–01829361825

এদিকে রেহেনার নিখোঁজের সংবাদে তার পরিবারে বইছে উদ্বেগ-উৎকন্ঠা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন তার পরিবার-পরিজন।

শিরোনাম