মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে এলাকা হতে ২ জন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল ও রিভলবার উদ্ধারসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার(৫ এপ্রিল ২০২২) ১৫.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি বিদেশী রিভলবার, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১ টি মোবাইল এবং নগদ ৫,৯৬০ টাকাসহ মানিককগঞ্জের মোঃ ফয়সাল হোসেন (২৮) ও আমিরে উদ্দিন(৪৮)কে গ্রেফতার করে।