সিংগাইরে আওয়ামীলীগের সেই প্রবীণ নেতা মোজাম্মেল আর নেই
স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের আওয়ামীলীগের সেই প্রবীণ, ত্যাগী নেতা মোজাম্মেল হক আর নেই। সবাইকে কাঁদিয়ে সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে তিনি চলে যান পরপারে, একেবারে না ফেরার দেশে। পবিত্র ইদুল আযহা তার ভাগ্যে জুটল না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বিকেলে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ফোর্ডনগর নিবাসী মুক্তার শিকদারের পুত্র মোঃ মোজাম্মেল হক তার রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। দলের জন্য দুর্দিনে কাজ করেছেন, দলের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন সদা। এরশাদ সরকার বিরোধী আন্দোলন, ৯৬ সালের অসহযোগ আন্দোলনে তার ভূমিকা ছিল অসামান্য। কিন্তু জীবনের শেষ মুহূর্তে কাটিয়েছেন অতি কষ্টে।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সু-সময়ের আওয়ামীলীগের নেতা-কর্মীরা তার পাশে দাঁড়ায়নি। একটু খোঁজ খবর পর্যন্ত নেননি। কি নিষ্ঠুর রাজনৈতিক প্রতিদানই দেয়া হয়েছে তাকে।দলের একাধিক নেতা জানান,যারা এ দলের জন্য ত্যাগ স্বীকর করেছেন, তাদের খবর কেউ রাখেনি, চলছে স্বার্থের রাজনীতি। টাকার সংস্কৃতির রাজনীতি থেকে বেরিয়ে না আসলে কিছুতেই এ থেকে নিস্তার পাওয়া সম্ভব না। ( বিঃ দ্রঃ নিহতের সঠিক নাম হবে মোজাম্মেল, শিরোনামে ভুলবশত. মোজাফফর লেখা হয়েছে। মূল সংবাদটি এডিট করা গেলেও ফেসবুকে শিরোনাম এডিট করা সম্ভব না বিধায়, আমরা আন্তরিকভাবে দুঃখিত)