কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ২ ইউপি সদস্যসহ ৭ আওয়ামীলীগ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।অপারেশন ডেভিল হান্টের অভিযানে এসব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে থানা-পুলিশ নিশ্চিত করেছে।
জানা গেছে,সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সাভার ও সিংগাইরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন,সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মজনু,উপজেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুস সামাদ, সাবেক দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, চান্দহর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান শিবলী, জামির্তা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জামির্তা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ রিয়াদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,জামির্ত্তা ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাজাহান।