মো: আতাউর রহমান ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রাদিসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার ধল্লাইউনিয়নের ফোর্ডনগর পুরাতন পাওয়ার প্ল্যান্ট এর নিকট থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মৃত.আছরউদ্দিন ওরফে আসালত এর ছেলে ফালু ওরফে ফালান(৩৮), বলধারা ইউনিয়নের পারিল খোয়ামুড়িগ্রামের সোনামিয়ার ছেলে মহিদুর রহমান ওরফে শামীম(২৭) ও জার্মিত্তা ইউনিয়নের ডিগ্রীরচর(দায়রাপাড়া) গ্রামের মৃত.আনছার আলীর ছেলে আসলাম মিয়া(৪২) ঈদ পূর্ব উক্ত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঐ স্থানে হানা দিয়ে ৩ ডাকাতকে পাকড়াও করে। উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কোড়াল,১টি রামদা,১টি কাঠের হকস্টিক ও ১টি লম্বা লোহাররড। পুলিশ আরো জানায়, এরা চিহ্নিত ডাকাত। এদের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।