সিংগাইরে অবশেষে জামিন লাভ করলেন আ’লীগ নেতার পুত্র ফয়েজ

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে আ’লীগ নেতার পুত্র ও মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এবং মানিকগঞ্জ পল্লী বিদ্যৎ সমিতির পরিচালক মোঃ ফয়জুল ইসলাম খান ফয়েজ।

খোঁজ নিয়ে জানা গেছে,শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানের ছেলে ফয়েজকে তার পিতার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ওবায়দূরকে মারধর ও তার মনোনয়নপত্রসহ বিভিন্ন কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। রোববার (১৭ অক্টোবর) বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। রোববার সংবাদ জমিনকে এ খবর নিশ্চিত করেছেন আওয়ামীলীগের সিনিয়র একাধিক নেতা।

শিরোনাম