সিংগাইরে অবশেষে ইউএনও রুনা লায়লার বিরুদ্ধে তদন্ত শুরু
সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের জায়গীর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এক স্বর্ণ ব্যবসায়ীকে লাঠি পেটার ঘটনায় পুলিশ সদস্যকে প্রত্যাহারের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লার বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আব্দুল লতিফ সংবাদ মাধ্যমকে জানান, তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় একজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করার পর ঐ ইউএনও’কে নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো, অথচ ইউএনও বহাল তবিয়তে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে রোববার (১১ জুলাই) বিকেলে এই সিদ্ধান্ত গ্রহণ করে জেলা প্রশাসন।
তদন্তের ভার ন্যাস্ত করা হয়েছে, জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শফিকুল ইসলামের উপর। তবে কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে, সেই বিষয়টি নির্দিষ্ট করে দেয়া হয়নি। শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন জেলা প্রশাসক মদোহয়। তবে কোনো সময় নির্ধারণ করে দেননি। আশা করি দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের নিকট তদন্ত প্রতিবেদন দিতে পারব।