সিংগাইরে অপহৃত হবার ২৪ ঘন্টার মধ্যে কিশোরী উদ্ধার : গ্রেফতার-২
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা হতে অপহৃত ১৪ বছরের কিশোরীকে ২৪ ঘন্টা মধ্যে উদ্ধার করেছে র্যাব-৪। সেই সাথে র্যাব অপহরনকারী চক্রের ২ জনকে গ্রেফতার করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ( ২৮ আগষ্ট ২০২১) ঐ কিশোরী অপহৃত হয়। অপহরণের পর কিশোরীকে গাজীপুর নিয়ে নির্যাতন চালানো হয়। শুধু তাই নয়, তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পরিবারের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সোমবার (৩০ আগস্ট) র্যাব অভিযোগ প্রাপ্ত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান শুরু করে।
মঙ্গলবার ( ৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে র্যাব। সেই সাথে অপহরণের সাথে জড়িত মর্জিনা আক্তার (৩৬) ও রোজিনা আক্তার (৩২কে গ্রেফতার করে। উভয়ের বাড়ি মানিকগঞ্জ জেলায়। র্যাব জানায়, অদূর ভবিষ্যতে এ ধরণের অভিযান তাদের অব্যাহত থাকবে।