সিংগাইরে অতিরিক্ত দামে আলু ও পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে অতিরিক্ত দামে আলু ও পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে,ক্রয়ের রশিদ সংরক্ষণ না করেই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে আলু ও পেঁয়াজ বিক্রি করে আসছিল।এ তথ্য নিশ্চিত হওয়ার পর মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার(৩০ সেপ্টেম্বর) উপজেলার বায়রা ও সিংগাইর বাজারে অভিযান চালায়।এ সময় সিংগাইর বাজারে ক্রয়ের রশিদ ছাড়াই অতিরিক্ত দামে আলু ও পেঁয়াজ বিক্রির কারণে সবুজ স্টোর,শাওন স্টোর,রুবেল সবজি ভান্ডার ও ব্যবসায়ী রমজানকে মোট ৯ হাজার ৫ শত টাকা জরিমানা করে।মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, এ ধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

শিরোনাম