সিংগাইরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক নারী (৩৬)এর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

জানা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর-চকবাড়ি গ্রামের লোকজন একটি ডোবার ভেতর প্লাস্টিকের বস্তা ভাসতে দেখতে পেয়ে থান-পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশের ধারণা কে বা কারা তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে গেছে।

পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা হয়েছে। লাশটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

শিরোনাম