সিংগাইরের স্বনামধণ্য প্রধান শিক্ষক আহম্মদ উল্লাহ মোল্লার আজ ২১-তম মৃত্যু বার্ষিকী
মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের স্বনামধণন্য প্রধান শিক্ষক আহম্মদ উল্লাহ মোল্লার আজ ২১-তম মৃত্যু বার্ষিকী। জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় মরহুম এ প্রধান শিক্ষক জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন একাধিকবার পেয়েছেন একাধিক পদক।
তার সময়ে বিদ্যালয়ে লেখা পড়া ও শৃঙ্খলা ছিল চরম শিখরে। তার সময়ে অসংখ্য মেধাবী ছাত্র বের হয়ে আসে। যারা বাংলাদেশের মুখকে করেছে উজ্জ্বল। কথিত আছে, ঐ বিদ্যালয়ের আরেক স্বনামধন্য প্রধান শিক্ষক বাবু নগেন্দ্র চন্দ্র রায়ের পরই তার অবস্থান। বলা চলে স্বনামধন্য এই দুই শিক্ষকের সময় বিদ্যালয়টি লেখাপড়ায় স্বর্ণালী যুগের পর যুগ পার করেছে।
স্বনামধন্য প্রধান শিক্ষক মরহুম আহম্মদ উল্লাহ মোল্লা আজকের এই দিনে ২৭ আগষ্ট ১৯৯৯ সালে সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যান। মৃত্যুর এই দিনে তার অসংখ্য শিক্ষার্থী, ভক্ত, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।