সিংগাইরের লেডি বাইকার সুজাতা এবার বাংলা সিনেমায়

 

সংবাদ জমিন বিনোদন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরের লেডি বাইকার সুজাতা এবার বাংলা সিনেমায় অভিনয় করে সবাইকে চমক লাগিয়ে দিতে যাচ্ছেন। উপজেলার উত্তর জামশার নয়াপাড়া এলাকার সুজাতা লেডি বাইকার হিসেবে বেশি পরিচিত। এর আগে ১৫ দিনে বাংলাদেশের ৬৪ জেলা বাইক চালিয়ে ভ্রমণ করে সবাইকে তাক লাগিয়ে দেন।

সে থেকেই তিনি লেডি বাইকার হিসেবে নামধারণ করেন। এবার তিনি লেডি বাইকার হিসেবে তাক লাগাতে যাচ্ছেন চলচ্চিত্র অঙ্গনে। বাংলা চলচ্চিত্রের শাকিব খান এবং বুবলী”অভিনীত “মনের মত মানুষ পাইলাম না””এই
ছবিতে তিনি অভিনয় করছেন। ছবিটি নিয়ে দর্শক তোলপাড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপরে লেডি বাইকার সুজাতার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও চলচ্চিত্র অঙ্গনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা লেডি বাইকার সুজাতার সিনেমায় অভিনয়ের ব্যাপারটি স্বীকার করেন। ছবি-সংগৃহীত

শিরোনাম