সিংগাইরের পারিলের মামুন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ সহচর ছিলেন

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরের বলধারা ইউনিয়নের পারিল-নোয়াদ্দা গ্রামের প্রবাসী মামুন আহমেদ বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বঙ্গবন্ধু পরিবারের এত ঘনিষ্ঠ একজন ব্যক্তি অথচ সিংগাইরের মানুষ তার নাম জানে না। কিন্তু ইতিহাসের পাতায় তিনি অমলিন।

জানা যায়, মামুন উচ্চ শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী ছিলেন। যখন তিনি ঢাকার ধানমন্ডির সেন্ট গ্রেগরী স্কুলের নবম শ্রেণী ছাত্র তখন তিনি আজাদ বয়েস ক্লাবে যোগদান করেন। ১৯৭৩ সালে তিনি আবাহনী ক্রিড়াচক্রে যোগদান করেন। ঐ সময়ের তারকা ক্রিকেটার ছিলেন তিনি। তাঁর সময়ে পরপর ৩ বার আবাহনী ক্রিড়া চক্র চ্যাম্পিয়ন হয়। আর এখান থেকেই শেখ কামালের ঘনিষ্ঠতা। তারপর তার পরিবারের একান্ত সহচর হয়ে উঠেন তিনি। ৭৫ এর ১৫ আগস্টেও পর তিনি দীর্ঘদিন ধরে তিনি জার্মান প্রবাসী। প্রতিবছর তিনি নারীর টানে দেশে চলে আসেন। সরাসরি কথা বললে তিনি দুঃখের সাথে জানান, আমি বঙ্গবন্ধু পরিবারের এত কাছের ব্যক্তি, অথচ লোকজন জানেই না, ইদানীং একটু জানতে পারছে। এ দেশ এমন একটি দেশ, যে দেশ ইতিহাসের কথা মনে রাখে না। (ধারাবাহিক)

শিরোনাম