সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন

আরিফ হাসান নিরব, সিংগাইর,(মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম ধরা হয়েছে ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারবেন।

সিংগাইরের জয়মন্টপ ইউনিয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের ১ কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে সিংগাইরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জয়মন্টপে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় জয়মন্টপ ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে প্রায় এক কোটি নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু হলো। আজ থেকে প্রথম পর্যায় শুরু হলো। রমজানে আমাদের দ্বিতীয় পর্যায়ের মালামাল বিক্রি শুরু হবে। আজকে তিনটি পণ্য দেওয়া হচ্ছে। আগামী ৩১ তারিখের মধ্যে সারা দেশে এক কোটি পরিবারের মধ্যে এ পণ্যগুলো দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, টিসিবির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়মন্টপ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ শাহাদৎ হোসেন ।

শিরোনাম