সিংগাইরের জয়মন্টপের কৃতি সন্তান ও বিআরটিএ’র কর্মকর্তা সাইফুল্লাহর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সায়ফুল্লাহ বাহারের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।গত সোমবার বেলা ১২টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোর শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেখানে তিনি রাত্রিযাপন করতেন।

জানা গেছে,সোমবার দায়িত্ব পালনে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে তার সহকর্মীরা চুয়াডাঙ্গার ডাকবাংলোর শয়ন কক্ষে খুঁজতে গিয়ে তার মৃত দেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা উন্মোচিত হবে।

শিরোনাম