সিংগাইরের কৃতি সন্তান মাসুদ একুশে পদক পাওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জরে সিংগাইরের কৃতি সন্তান বিশিষ্ট অভিনেতা মাসুদ আলী খান একুশে পদক পেলেন। তাঁর একুশে পদক প্রাপ্তিতে বেজায় খুশি তার ভক্ত ও অনুরাগীরা। অভিনন্দন বার্তায় ভাসছেন তিনি। এ প্রাপ্তির মধ্য দিয়ে জীবনেরে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো তার।
জানা গেছে,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়ারা গ্রামের মাসুদ আলী খান ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি আসক্ত ছিলেন। বিয়ে করেছেন একই উপজেলার পারিল গ্রামে। মাসুদ আলী খানের সাথে যোগাযোগ করা সম্ভম না হলেও তার আত্মীয় স্বজনরা জানান,তার এ পুরষ্কারে আমরা বেজায় খুশি। আমরা তার আজীবন সমৃদ্ধি কামনা করছি।

শিরোনাম