সিংগাইরের কৃতি সন্তান চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন চির নিদ্রায় শায়িত

নিজস্ব প্রতিনিধিঃ
এক সময়ের মনমাতানো পরিচালক দেওয়ান কাজল আরেফিন না ফেরার দেশে(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ অব্যাহত আছে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গুণী এ পরিচালক মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের মৃত দেওয়ান হেলাল উদ্দিনের মেঝ ছেলে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের কৃতি ফুটবলার দেওয়ান সফিউল আরেফিন টুটুলের মেঝ ভাই। তার পৈত্রিক বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে হলেও বাবার চাকরির সুবাদে জামালপুরে থাকাকালীন ১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরেই জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘ দিন ধরে তিনি আমেরিকায় বসবাস করছিলেন। গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে আসেন। ২০ জুলাই কলাবাগান মাঠে জনাযা শেষে গুলশানের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

শিরোনাম