সিংগাইরে পুলিশ ফাঁড়ির অদূরে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতার

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংংগাইরে ধল্লা পুলিশ ফাঁড়ির অদূরে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতার সিংগাইর থানা-পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো ১। মোঃ শাকিল(২৪), পিতা-মোঃ বেল্লাল মিয়া, মাতা-জেলেখা, সাং-পদ্মছড়া (করঞ্জি), পোঃ ওসমানপুর, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর, বর্তমান ঠিকানা-বারই পাড়া (জনৈক মুক্তা রানী বর্মনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। জুয়েল ইসলাম(২২), পিতা-মোঃ আমিনুল ইসলাম, গ্রাম-বানিয়াল পালশা, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর, বর্তমান ঠিকানা- সাং-ভাদাইল দক্ষিণ পাড়া শাজাহান মার্কেট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ লিটন মামুন(৪৪), পিতা-সিরাজুল ইসলাম, সাং-নেপা ঘোষপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, বর্তমান ঠিকানাঃ সাং-ভাদাইল দক্ষিণ পাড়া শাজাহান মার্কেট (জনৈক হোসেন আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ও ৪। মোঃ সাইফুল (২৬), পিতা- মাইনুদ্দিন , স্থায়ী : গ্রাম- গনক পাড়া, থানা- পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা, বর্তমান : গ্রাম- ভাদাইল (মহিউদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- আশুলিয়া, জেলা-ঢাকা।

এর আগে পুলিশ ঢাকার বিবান বন্দর এলাকা থেকে লুন্ঠিতি একটি মিনি ট্রাক উদ্ধার করে।

শিরোনাম