সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল অযহা

নিজস্ব প্রতিনিধিঃ
আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে সারাদেশে। করোনা মহামারির কঠিন সময় পার করে এবার বৃহৎ পরিসরে পালিত হচ্ছে ঈদের কর্মসূচি। করোনা মহামারি সংক্রান্ত বিধি নিষেধ না থাকায় নির্বিগ্নে সারা দেশের ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত।

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রান মুসলমানরা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নানা দুর্ভোগ পোহায়ে ঢাকা ছেড়েছেন কোটি মানুষ। তাদের কারো কারো দীর্ঘ যানজটে আটতে থাকতে হয়েছে সড়ক মহাসড়কে। দক্ষিণের জেলাগুলোর মানুষদের জন্য এবার ঈদে বাড়তি আনন্দ এনেছে পদ্মা সেতু। এ সেতু চালু হওয়ায় এবার তাদের ঈদযাত্রার দুর্ভোগ কমেছে।

শিরোনাম