সারাদেশে উপবৃত্তির ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

 

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
সারাদেশে এমন বিভিন্ন সরকারি স্কুলের এমন ৪শ’ অভিভাবকের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্র এখনও সক্রিয় রয়েছে। অনেক অভিবাবক এখনও বিষয়টি বুঝতে পারছেন না। গত দুই মাসে প্রতারণার মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে সরকারের পাঠানো উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট ৬ জনকে গ্রেপ্তার করেছে।

গত ৩০ জুন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে মনির মিয়া, হাসান শেখ এবং কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৩০ মে রংপুর থেকে আসাদুল ইসলাম, আবু বকর সিদ্দিক এবং নরসিংদি থেকে খাবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানিয়েছে, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অভিনব কৌশলে হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র।

শিরোনাম