সারজিসকে ঘিরে হট্টগোলের ঘটনায় ছাত্রদল জড়িত থাকলেও দায় দিতে চান না আহত শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে ঘিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে হট্টগোল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা সময় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও তাদের ওপর দায় দিতে চান না হামলায় আহত শিক্ষার্থী মো. মুশতাক তাহমিদ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮নং গেটের সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

মুশতাক তাহমিদ বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গতকালের (বুধবার) ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। যার মধ্যে আমি কয়েকজনকে চিনি। এদের মধ্যে আহমেদ শাকিল ও মাসরুর হামলা করে। আহমেদ শাকিল আমাকে ছুরিকাঘাত করে এবং মাসরুর মাথায় কামড় দেয়।

তিনি বলেন, মাসরুর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, সে নিজেকে ছাত্রদলের সদস্য দাবি করে। আর আহমেদ শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সে ছাত্রদলের কমিটিতে আছে বলে জেনেছি।

শিরোনাম