সাম্প্রদায়িক হামলা কঠোর হস্তে মোকাবেলা করুণ : শেখ হাসিনা

সংবাদ জমিন রিপোর্ট ঃঃ
সাম্প্রদায়িক হামলা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ইসলাম কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। ধর্ম অবমাননায় কাউকে আইন হাতে তোলার অনুমতি দেয়না ইসলাম। যারা এসব করছে তারা ফিতনা সৃষ্টি করছে। ইসলামে ফিতনা গ্রহণযোগ্য নয়।

শিরোনাম