সাভার নিবাসী শ্রমিকের লাশ ধামরাই থেকে উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভার ব্যাংক কলোনী নিবাসী ধামরাইয়ের জয়পুরা মমো ফ্যাশন লিমিটেড কারখানার ভেতর থেকে শামীম হোসেন (২৮)-এর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম সাভার ব্যাংক কলোনি এলাকায় স্ত্রী- সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার রোয়াপাড়া গ্রামে। তার বাবার নাম আলম আকন্দ বলে জানা গেছে। জানা যায়, ধামরাইয়ের মহাসড়কের পাশে অবস্থিত মমো ফ্যাশন লিমিটেড কারখানায় প্রতিদিনের মতো কাজে যোগদান করেন শামীম হোসেন নামে ওই শ্রমিক।

কিছুক্ষণ পরে খবর আসে ঐ শ্রমিক মারা গেছেন।পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্ পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম