সাভার থেকে অপহৃত শিশু সোহানকে মানিকগঞ্জ থেকে উদ্ধার

 

সাভার প্রতিনিধি ঃঃ
সাভার থেকে অপহৃত অপহৃত সেই শিশুকে মানিকগঞ্জ উদ্ধার করলো র‌্যাব। ৫দিন পর শিশুটি উদ্ধার হওয়ায় শিশুটির পরিবারে চলছে আনন্দের মাতম। আটক করা হয়েছে ৩ জনকে।

রিক্সা চালকের ছদ্মবেশে শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সাভারের উলাইল এলাকা থেকে ইসতেফাত হোসেন সোহান (৮)কে বিভিন্ন লোভনীয় খাবারের লোভ দেখিয়ে অপহরণ করে । সেখান থেকে শিশুটিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে যায় অপহরণকারীরা। ২৮ এপ্রিল (বুধবার) ভোর রাতে র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জের নবগ্রামে অভিযান চালিয়ে সোহানকে উদ্ধার করে। আটক করে ৩ অপহরণকারীকে।

আটকরা হলো, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো: করিম বেপারী (২৯), সদর উপজেলার নবগ্রাম এলাকার মো: তোতা মিয়ার ছেলে মো: বাদশা ওরফে রাজা (৩৫) এবং একই এলাকার মো: হারুনের ছেলে মো: হাবু মিয়া (৪৫)।

শিরোনাম