সাভার উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
সাভারে পৃথক স্থান থেকে এক বৃদ্ধ ও দুই যুবকসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে গতকাল দুপুরে সাভার বাজার রোড থেকে এক বৃদ্ধ, মঙ্গলবার রাতে আশুলিয়ায় বংশী নদী থেকে এক যুবক এবং বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকার তুরাগ নদ থেকে অজ্ঞাত অপর যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাভারের বাজার রোডের দুটি বহুতল ভবনের মাঝখানের ফাঁকা জায়গা থেকে আব্দুল খালেক নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ভবন দুটির একটিতে অগ্রণী ব্যাংক লিমিটেড ও অপরটিতে জনতা ব্যাংক লিমিটেডের সাভার শাখা অফিস রয়েছে। নিহত আব্দুল খালেক সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অন্যদিকে সাভারের আশুলিয়ায় বংশী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া মেহেদী হাসান শান্ত (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে আশুলিয়ার বাঁশবাড়ি ডগরতলী এলাকার বংশী নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত মেহেদী হাসান শান্ত ফরিদপুরের বাসিন্দা।

শিরোনাম