সাভারে ৪ মাস আগে কিশোর হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

সাভার প্রতিনিধিঃ
সাভারে প্রায় ৪ মাস আগে আল-আমীন (১৫) নামের এক কিশোরকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন জনের মধ্যে এক জন স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুই জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ১৬ নভেম্বর তাদের গ্রেপ্তার করে গতকাল ১৭ নভেম্বর আদালতে পাঠানো হলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে তোলা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন,সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর আমির উল্লাহর ছেলে নুর হোসেন (২১), অপর দুই আসামী সাভার রাজাশন আমতলা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মিলন (২০) ও তার ভাই ইসমাইল হোসেন (২২)।

জানা যায়, নিহত আল-আমিন ফরিদপুর জেলার আজমল হোসেনের ছেলে। বেডিং এর দোকানে চাকরি করা অবস্থায় আল-আমীন ও নুর হোসেনের সাথে ঝগড়া হওয়ায় দুই জনেরই চাকরি চলে যায়। পরে আল-আমীন একটি মোবাইলের দোকানে কাজ নিয়েছিল।পরে তুচ্ছ ঘটনার জের ধরে সাভার বাজার রোডে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৭ জুলাই রাত ১১ টার দিকে নুর হোসেন ও তার দুই সহযোগী মিলন (২১) ও ইসমাইল (১৯) মিলে আল-আমীনকে ছুরিকাঘাত করে হত্যা করে।

শিরোনাম