সাভারে ৪ দিন পর অপহৃত মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
সাভারে অপহৃত হওয়ার ৪ দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার আব্দুর রহিমের ছেলে ও সাভার কাতলাপুর নিবাসী রাকিব (০৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী গত শনিবার মাদ্রাসায় যাওয়ার পথে অপহৃত হয়। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মিলছিল না।পরে মোবাইল ফোনে তার বাবার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে।চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে সাভারের কাতলাপুরের সিআইডি মোড় এলাকার নিহতের ভাড়া বাসার পিছনের গলি থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মো: সাইফুল ও মো: সাহেব আলীসহ ৩ জনকে আটক করেছে।

শিরোনাম