সাভার প্রতিনিধি ঃঃ
সাভারে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করেছে র্যাব। ৮৭ লক্ষ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে হেমায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ জামাল উদ্দিন (৫০),মোঃ সজিব (২১) ও মোঃ জয় (২২)। র্যাব সংবাদ মাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা সীমান্তবর্তী এলাকা দিয়ে হেরোইন এনে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিল।