সাভারে সিঙ্গারের গোডাউনে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতি


 

সংবাদ জমিন,সাভার প্রতিনিধি ঃঃ
সাভারে সিঙ্গারের গোডাউনে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের কারখানার ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা- আরিচা মহাসড়ক থেকেই সিঙ্গার ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সে কালোধোয়ার কুণ্ডলী দেখা যায়।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দীর্ঘ পৌণে ৪ ঘন্টার চেষ্টায় দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার এ সংবাদ লেখা পর্যন্ত ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি। হতাহতের কোন খবর পাওয়া জায়নি।


শিরোনাম