সাভারে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তির মৃত্যু ও ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
সাভার প্রতিনিধিঃ
সাভারের আমিন বাজার ইউনিয়নের বরদেশী গ্রামের আলাউদ্দিনের মালিকানাধীন পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের (২৬) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেয়া হয়। খবর পেয়ে পিবিআই সদস্যরাও নিহতের পরিচয় শনাক্তে ব্যর্থ হন।
অন্যদিকে গত শনিবার সন্ধ্যায় আশুলিয়ার রাঙ্গামাটি এলাকায় ট্রাকচাপায় আল আমিন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন তার চাচাতো ভাই রাকিব (২১)। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত আল আমিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুলের ছেলে এবং আহত রাকিব একই এলাকার হীরার ছেলে।