সাভারে শ্রমিকনেতা রতনকে হত্যা চেষ্টার প্রতিবাদে সমাবেশ

 

সাভার প্রতিনিধি ঃঃ
সাভারে শ্রমিক নেতা রতন হোসেন মোতালেবকে অপহরণ ও হত্যা চেষ্টাকারী রাজু বাহিনীর প্রধান সন্ত্রাস রাজু আহমেদ সহ সকল দোষীদের জামিন আদেশ বাতিল করে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন সাভার আশুলিয়ার শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার ( ১৩ আগস্ট ) সকালে সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন।

প্রতিবাদ সমাবেশ আরো উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা, ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি শাহ্ আলম, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, পারভীন আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার, সাধারণ সম্পাদক আহমেদ জীবন,শ্রমিক নেতা অরবিন্দ বেপারী বিন্দু, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির হোসেন মনিরসহ সাভার আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

 

 

শিরোনাম