সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

সাভার প্রতিনিধিঃ
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের ওপর উঠে গেলে ছিটকে পড়ে দুই বন্ধু আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়,রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের বিপরীতের ইউ-টার্নে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেণ্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকায় পরিবারসহ ভাড়া থেকে ব্যবসা করতেন। নিহত অপরজন হলেন- বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে আল মামুন (২৬)।

শিরোনাম