সাভারে ভাকুর্তায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলমসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাভার প্রতিনিধি ঃঃ
মারধর, চাঁদাদাবি ও চুরির অভিযোগে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলমসহ ছয়জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদার আদালতে রাফিয়া আক্তার তুলি নামে এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- আওলাদ হোসেন খান, আলাউদ্দিন, মনোয়ারা বেগম, তার দুই ছেলে আমান উল্লাহ ও জামাল হোসেন।

শিরোনাম