সাভারে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক সম্রাট পাকড়াও

সাভার প্রতিনিধিঃ
সাভারে অভিযান পরিচালনা করে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

এর আগে ১৯শে অক্টোবর রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মাদকের ব্যবসা করে আসছিলো। এলাকাবাসীরা তাকে মাদক সম্রাট হিসেবেই চেনে।

শিরোনাম