সাভার প্রতিনিধিঃ
সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী তুহিন মাহমুদ জয় (১৬) নামের এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় সাভারের রেডিও কলোনীর জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। সে সাভার রেডিও কলোনী মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।আহত হলেন, পটুয়াখালী জেলা সদরের ছোট বিঘাই গ্রামের আবদুল জব্বারের ছেলে রাসেল (২৮)।
পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে নিহত জয় ও রাসেল ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিলো। তারা সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে পিছন থেকে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ঐ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। পুলিশ জানায়,ঐ ঘাতক বাসটিকে আটকের জোর চেষ্টা চলছে।