সাভারে ফখরুল আলম সমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত
সাভার প্রতিনিধি ঃঃ
ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি ২য় বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে তিনি আরো একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারো তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাচন কমিশন। ঢাকা জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ফখরুল আলম সমর ২য় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। এক সময়ের রাজপথ কাঁপানো ছাত্রলীগ নেতা,বর্তমান সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ছোট ভাই ফখরুল আলম সমর।