সাভারে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে সিংগাইরের গৃহবধূ খুন
সাভার প্রতিনিধিঃ
সাভারে সামিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী সাদনাম সাকিব হৃদয় (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় নিহতের শ্বশুর ও শ্বাশুড়ি পলাতক রয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল বিকেলে সামিয়াকে শ্বাসরোধ করে হাসপাতালে নেয় অভিযুক্তরা। বৃহস্পতিবার রাতেই সাভারের এনাম মেডিকেল থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাদনাম সাকিব হৃদয় সাভারের ব্যাংক কলোনী এলাকার জাকারিয়া হোসেনের ছেলে। তিনি গ্রামীন ফোনের সাবেক কর্মকর্তা হিসাবে চাকরি করতেন। বর্তমানে বেকার রয়েছেন। নিহত সামিয়া আক্তার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার মিজানুর রহমানের মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, বিয়ের সময় সামিয়াকে দেয়া ২৫ ভরি স্বর্ণের গহনাকে কেন্দ্র করে স্বামি ও শ্বশুর -শ্বাশুড়ির সাথে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি স্বজনদের। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তথ্যসূত্র ও ছবি-সংগৃহীত