সাভারে পটুয়াখালীর এসিল্যান্ডকে ছুঁরিকাঘাতের ঘটনায় ৫ ছিনতাইকারী পাকড়াও
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকার সাভারে পটুয়াখালীর কলাপাড়ার এসিল্যান্ডকে ছুরিকাঘাত করে মানিব্যাগ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৫ ছিনতাইকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চার টি গিয়ার সুইচ চাকু ও এসিল্যান্ডের মানিব্যাগ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হলো।
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন,গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের মো. ছাত্তরের ছেলে মোঃ নাঈম (২০), রাজধানীর ভাসানটেক থানার পশ্চিম ভাসানটেক গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২২), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লিরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০) ও পাবনা জেলার বেড়া থানার ছোট পায়না গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ আরমান (২১)।